বাংলাদেশের নাম্বার ওয়ান ক্যাডেট কোচিং — রংপুর ক্যাডেট কোচিং শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে অনন্য একটি সুযোগ। এই কোর্সে শিক্ষার্থীরা ঘরে বসেই ক্যাডেট ভর্তি পরীক্ষার রিয়েল ফিল পাবে। কুরিয়ারের মাধ্যমে খাতা আগে থেকেই হাতে পৌঁছে দেওয়া হবে। নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা Zoom ক্লাসের মাধ্যমে পরীক্ষায় অংশ নেবে, যেখানে RCC টিম পুরো পরীক্ষা নিয়ন্ত্রণ করবে। এতে শিক্ষার্থীরা অনুভব করবে যেন তারা আসল পরীক্ষার হলে বসে আছে।
পরীক্ষা শেষে শিক্ষার্থীরা খাতা কুরিয়ারে ফেরত পাঠাবে। অভিজ্ঞ শিক্ষকরা প্রতিটি খাতা মূল্যায়ন করবেন এবং আবাসিক, অনাবাসিক, ডে-কেয়ার ও অনলাইন ব্যাচ—সব শিক্ষার্থীর খাতা একসাথে র্যাংকিং করা হবে। ফলে অভিভাবকেরা সন্তানের প্রকৃত অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন।



Reviews
There are no reviews yet.